শিরোনাম
শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
উন্নয়নে অমিত সম্ভাবনাময় মেহেরপুর

অর্থনৈতিক বৈষম্য প্রধান অন্তরায়

মনিরুজ্জামান দিপু

মেহেরপুর প্রতিনিধি

অর্থনৈতিক বৈষম্য প্রধান অন্তরায়

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় যেভাবে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তার তুলনায় মেহেরপুর বহুগুণ পিছিয়ে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করে জেলাকে এগিয়ে নেবেন এমন লোকও কম। অর্থনৈতিক বৈষম্যই জেলার উন্নয়নে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু। তিনি বলেন, যে কোনো জেলার উন্নয়নের জন্য প্রয়োজন শিল্পায়ন। আজও এ জেলায় কোনো শিল্পায়ন হয়নি। শিল্পাঞ্চল গড়ে না ওঠায় বেকারত্ব প্রকট আকার ধারণ করেছে। এ কারণে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। এ জেলায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ব্যাংকগুলোকে সহযোগিতার হাত বাড়াতে হবে। আগ্রহী শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।

সরকারকে শিল্পায়নের জন্য বিশেষ তহবিল গঠন, ব্যাংক ঋণের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ‘মেহেরপুরে আছে ব্ল্যাক বেঙ্গল গোট তথা ওয়ার্ল্ড ফেমাস কালো ছাগল, আছে উন্নত জাতের গরু। এগুলোর মাংস বিদেশে রপ্তানি করার মতো। এ সম্ভাবনা আমাদের কাজে লাগাতে হবে। গরু-ছাগল পালনের জন্য বেকার যুবকদের মাঝে আগ্রহ সৃষ্টি করতে হবে। এজন্য সংশ্লিষ্ট দফতর ও বিভাগকে পরিকল্পনা গ্রহণ করে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।’

সর্বশেষ খবর