শনিবার, ৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আলাউদ্দিন নাসিম চৌধুরী কলেজের যাত্রা শুরু

ফেনী প্রতিনিধি

আলাউদ্দিন নাসিম চৌধুরী কলেজের যাত্রা শুরু

ফেনীর পরশুরামে গতকাল আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের উদ্বোধন করা হয় —বাংলাদেশ প্রতিদিন

ফেনীর পরশুরামে যাত্রা শুরু হলো আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের। ৩০ একর জায়গায় প্রতিষ্ঠিত এ কলেজে বিশাল মাঠ ও অত্যাধুনিক ভবন নিয়ে গতকাল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আলাউদ্দিন আহমেদ চৌধুরীর বাবা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী। একই সময়ে কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সভাপতিত্বে কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সুরক্ষা সেবা) ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, সচিব (জননিরাপত্তা) ড. কামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রধান নির্বাহী নঈম নিজাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল কুদ্দুস খান, অতিরিক্ত সচিব পারভিন আক্তার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ূন কবীর খোন্দকার, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল খালেক, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সহধর্মিণী ডা. জাহানারা আরজু, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এএসএম জাহাঙ্গীর আলম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নূরুল আলম ও একাদশ শ্রেণির ছাত্র আবুল বাশার। পরে অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী ও হোসনে আরা বেগম চৌধুরী ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে বৃত্তি প্রদান করেন অতিথিরা। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠানে ঢাকার সংগীত শিল্পীরা অংশ নেন।

সর্বশেষ খবর