রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা
উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলন শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক

দক্ষ বাংলাদেশ নির্মাণে নীতিগত সুপারিশ প্রণয়ন ও টিভিইটি (কারিগরি ও ভোকেশনাল শিক্ষা-প্রশিক্ষণ) নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে ২৭ জুলাই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ও কলম্বো প্ল্যান স্টাফ কলেজ (সিপিএসসি) ম্যানিলার যৌথ উদ্যোগে ২৯ জুলাই পর্যন্ত এ সম্মেলন চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও সিপিএসসির মহাপরিচালক ড. লামহরি লামচি বিশেষ অতিথি থাকবেন। গতকাল কাকরাইলে আইডিইবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন কনফারেন্স স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ এবং কনফারেন্স স্টিয়ারিং কমিটির সদস্যসচিব ও আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর