রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পদোন্নতির পরীক্ষায় এসে লাশ হলেন ফায়ার কর্মী

নিজস্ব প্রতিবেদক

বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নিতে নীলফামারী থেকে রাজধানীতে এসে লাশ হয়েছেন ফায়ার সার্ভিস কর্মী আবু তাহের (৩৫)। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের ফায়ারম্যান পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, গতকাল বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে নামার পরপরই আরেকটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়।

ঢাকা কমলাপুর রেলওয়ে পুলিশ জানায়, সকাল  ৭টায় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে বিমানবন্দর রেলস্টেশনে নামেন তাহের। তিনি প্লাটফর্মে উঠতে এক নম্বর রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর