সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আরডিএ চেয়ারম্যানের অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান বজলুর রহমানের অপসারণ ও তার অনিয়ম-দুর্নীতির তদন্ত দাবি করেছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল সকালে তার অপসারণের দাবিতে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারিভাবে লটারির মাধ্যমে প্লট বরাদ্দের নিয়ম থাকলেও আরডিএ তা করেনি। চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা তা ভাগ করে নিয়েছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাজশাহীর সিনিয়র সাংবাদিকদের মামলার হুমকি দিয়ে আইনি নোটিস পাঠায় আরডিএ।

লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ প্রমুখ।

সর্বশেষ খবর