সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

যৌন হয়রানির অভিযোগে জবি শিক্ষক বরখাস্ত

জবি প্রতিনিধি

যৌন হয়রানির অভিযোগে জবি শিক্ষক বরখাস্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে (রাজীব মীর) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে মীর মোশারেফ  হোসেন (রাজীব মীর) বলেন, ‘কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আমি বরখাস্তের বিষয়টি জানতে পেরেছি। সামাজিক সম্মান ক্ষুণ্ন করার জন্য আমার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র। মিথ্যা অভিযোগে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করা হয়েছে বলেই আমি মনে করি।’ এ ছাড়া, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল হালিম প্রামাণিকের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিস পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। গত শিক্ষাবর্ষে (২০১৬-১৭) ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও পরীক্ষা শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসানের পদোন্নতির আবেদন আগামী দুই বছরের জন্য বিবেচনা না করা এবং আগামী পাঁচ বছরের জন্য ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলি হতে তাকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর