সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চিকুনগুনিয়া প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে : মেনন

নিজস্ব প্রতিবেদক

চিকুনগুনিয়া প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের কাছে এটি অপরিচিত রোগ। সরকার বা সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে জনগণকে সচেতন করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের মাধ্যমে চিকুনগুনিয়া-ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে যুব মৈত্রী আয়োজিত ঢাকা শহরসহ দেশব্যাপী চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে বক্তব্য দেন যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি তৌহিদুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে ২০ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও অঞ্চলে চিকুনগুনিয়া-ডেঙ্গুনাশক ওষুধ ছিটানো হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় এই কর্মসূচি পালিত হবে।

সর্বশেষ খবর