মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ইসিতে হঠাৎ বড় রদবদল কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ইসিতে হঠাৎ বড় রদবদল কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ

একাদশ সংসদ নির্বাচনকে নামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ে প্রশাসনে বড় ধরনের বদবদল করা হয়েছে। অভিযোগ উঠেছে—যোগ্যদের রেখে জুনিয়র কর্মকর্তাদের বড় পদে বসানোর। এতে ইসির সচিবালয়ের অনেক কর্মকর্তাই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন—যোগ্য লোক থাকতেও জুনিয়রদের বড় পদে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক তদবিরে অনেকে ভালো জায়গায় বদলি হয়েছেন। এতে মাঠ পর্যায়ের কাছে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। যদিও কমিশন এটিকে নিয়মিত রদবদল বলে আখ্যায়িত করেছে। ইসি সূত্র জানিয়েছে, একযোগে ৫ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ ৩৩জন কর্মকর্তাদের বদলি করা হয়েছে। গত রবিবার চারটি পৃথক আদেশে এসব রদবদল করে কমিশন সচিবালয়। কঠোর গোপনীয়তার মধ্যে একই সঙ্গে এতগুলো পদে রদবদলের ঘটনায় কমিশন কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসির বদলি আদেশে দেখা গেছে, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলকে ঢাকায়, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারকে রংপুরে, সিলেটের এস এম এজহারুল ইসলামকে কুমিল্লায়, খুলনার মোঃ মুজিবুর রহমানকে বরিশালে এবং ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে খুলনায় বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ইসি সচিবালয়ের সচিবের একান্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন খানকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশালের জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম খানকে ইসি সচিবালয়ের উপ-সচিব, ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সাবেদ উর-রহমানকে ফরিদপুরে এবং নড়াইলের জেলা নির্বাচন কর্মকর্তা সেখ আনোয়ার হোসেনকে সিলেটের আঞ্চলিক কর্মকর্তা হিসাবে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে। অপর এক আদেশে ১৮ জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়।

সর্বশেষ খবর