মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

গত বছরে রপ্তানি আয় সাড়ে তিন হাজার কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

গত বছরের তুলনায় রপ্তানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি সদ্য বিদায়ী (২০১৬-১৭) অর্থবছরে। আলোচ্য সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮৩ কোটি ৫০ লাখ ডলারে; যা আগের অর্থবছরের চেয়ে ১ দশমিক ৬৯ শতাংশ বেশি। আগের অর্থবছরে ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ডলারের রপ্তানি আয় হয়েছিল।

২০১৬-১৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার। সে তুলনায় ২১৬ কোটি ৫০ লাখ ডলার রপ্তানি আয় কম হয়েছে। গতকাল কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য। বিদায়ী অর্থবছরে ২ হাজার ৮১৫ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। তার আগের বছরে ২ হাজার ৮০৯ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছিল।

সর্বশেষ খবর