মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জেনেভা সফরে গেছেন তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

জেনেভায় অনুষ্ঠিতব্য ‘ষষ্ঠ গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেড’ শীর্ষক সভায় যোগ দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গতকাল সকালে ঢাকা ত্যাগ করেছেন। বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর মহাপরিচালকের আমন্ত্রণে তিনি এ সভায় যোগ দিচ্ছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে। এবারের সভার মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘প্রোমটিং ট্রেড, ইনক্লুসিভনেস অ্যান্ড কানেকটিভিটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট।’ এই সভায় বিগত দিনে বাণিজ্য সহায়তামূলক কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে পরিবর্তিত কর্মপন্থা নির্ধারণ করা হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গ্লোবাল রিভিউয়ের হাই লেভেল সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

সর্বশেষ খবর