বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাহাড় কেন ঝুঁকিপূর্ণ

দেশের তিন পার্বত্য জেলা ও চট্টগ্রাম নগরীর পাহাড়গুলোতে ঝুঁকিপূর্ণ বসবাসকারী মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এর চেয়ে বড় কথা, এখানকার পাহাড়গুলো নানা কারণে হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক কারণে যত না ঝুঁকি বাড়ছে, এর চেয়ে মনুষ্যসৃষ্ট কারণে পাহাড়ে বাড়ছে ঝুঁকির মাত্রা। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে পাহাড়ে ঝুঁকির মাত্রা যেমন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তেমনি বৃদ্ধি পাবে পাহাড়ধস, ভূমিধসের কারণে প্রাণ ও সম্পদহানির ঘটনা। পাহাড় কেন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এ বিষয়ে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও পাহাড়ের নগরী চট্টগ্রামের চার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ফারুক তাহের। তাদের মতামত তুলে ধরা হলো—

চলছে খেয়ালখুশি মতো নিধন

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর