বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

প্রাকৃতিক বন ধ্বংস করায় ঝুঁকি বেড়েছে

———— শক্তিপদ ত্রিপুরা

প্রাকৃতিক বন ধ্বংস করায় ঝুঁকি বেড়েছে

খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশি আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা বলেন— পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার প্রথম কারণ হচ্ছে, প্রাকৃতিক বন ধ্বংস করা। দ্বিতীয়ত, অপরিকল্পিত ভাবে পাহাড় কেটে বসতি স্থাপন ও রাস্তাঘাট নির্মাণ। এরপর রয়েছে শহরমুখী উন্নয়ন পরিকল্পনা। এ কারণে পাহাড়ের মানুষগুলো জেলা ও উপজেলামুখী হয়ে পড়ছে। কি শিক্ষা, কি চিকিৎসা—এগুলোর জন্য মানুষ যেখানে একটু মান ভালো সেখানে যাবে এটাই স্বাভাবিক। ফলে উন্নয়নমুখী অঞ্চলগুলোতে মানুষের বসবাসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে পাহাড় কাটা, বন উজাড়ের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তাই এ পর্যন্ত যত পাহাড়ধস ও প্রাণহানির ঘটনা ঘটেছে, তা দুর্গম পাহাড়ি অঞ্চলে হয়নি। হয়েছে জেলা-উপজেলা শহরকেন্দ্রিক বসতিগুলোতে। এ ছাড়া পাহাড়ে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সে তুলনায় বসবাসের জায়গা অনেক কম। এমনিতেই পাহাড়ে বাসযোগ্য ও চাষযোগ্য জায়গার পরিমাণ কম। এর ওপর সাবাড় হচ্ছে বনের সব বৃক্ষ ও লতাপাতা। এতে পাহাড়গুলো হয়ে উঠছে নিরাপত্তাহীন। তাই ঝুঁকির মাত্রা বাড়ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর