বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

একটু বৃষ্টিতেই বগুড়া শহরে হাঁটুপানি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দেড় ঘণ্টার টানা বৃষ্টিতে জলজটের সৃষ্টি হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছে বগুড়া শহরে। গতকাল সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টানা বৃষ্টি হয়। এরপর থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টির পর বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা, থানা রোড, খান্দার রোড, স্টেশন রোড, পিটিআই মোড়, মফিজ পাগলার মোড়, প্রেসপট্টি, জলেশ্বরীতলা, মালতিনগর, টেম্পল রোড, গালাপট্টি, বড়গোলার বিভিন্ন সড়ক ডুবে যায়। কোথাও কোথাও বৃষ্টি থামার ৪ থেকে ৫ ঘণ্টা পরেও পানি না নেমে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। বগুড়া পৌরসভা থেকে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে। একটু বৃষ্টি হলেই শহরে হাঁটুপানি জমে যানবাহন ও হেঁটে চলা মানুষগুলোকে নানা দুর্ভোগে পড়তে হয়। এই জলজটের কারণে শহরে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে এলেও পৌর কর্তৃপক্ষ এর কোনো সুরাহা করছে না।বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪০.২ মিলিমিটার এবং ১২টা থেকে ৩টা পর্যন্ত ২৭.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা বগুড়া। ৬৯.৫৬ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় প্রায় ছয় লাখ লোকের বসবাস। এ ছাড়া উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র হওয়ায় বগুড়া শহরে প্রতিদিন হাজার হাজার লোক কেনাকাটাসহ নানা কাজে আসে। অথচ ব্যস্ত এই শহরের ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। এ কারণে একটু বৃষ্টিতেই হাঁটুপানি জমে যাচ্ছে। নোংরা পানি পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর