বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল চেয়ে নোটিস

নিজস্ব প্রতিবেদক

ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠন ও সংশ্লিষ্ট আইনের ট্যানান্সি রুলস-১৯৫৪ সংশোধন করে ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের কার্যপ্রণালি নির্ধারণের জন্য নোটিস পাঠানো হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবির রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিস পাঠান। ১০ দিনের মধ্যে জবাব চেয়ে আইন সচিব ও ভূমি সচিবকে নোটিস পাঠানো হয়েছে। নোটিসে বলা হয়, ২০০৪ সালে দ্য স্টেট অ্যাকুইজিশন ট্যানান্সি অ্যাক্ট-১৯৫০-এ নতুন কয়েকটি ধারা সংযোজন করে ভূমি জরিপ আদালত ও ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠনের আইন করা হয়। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলা শহরে ভূমি জরিপ ট্রাইব্যুনাল ও ঢাকা মহানগর ভূমি জরিপ ট্রাইব্যুনাল গঠনের পরও ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনাল গঠিত হয়নি। ফলে সংক্ষুব্ধ ব্যক্তি ভূমি জরিপ আদালতের চূড়ান্ত আদেশ ও অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান না। গরিব ও নিরীহ বিচারপ্রার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। প্রায় আড়াই লাখ মামলা ভূমি জরিপ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর