বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

৪৬ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি শব্দসৈনিকদের

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ৪৬ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে চরমপত্রের উপস্থাপক প্রয়াত এম আর আখতার মুকুলসহ ৫৮ জন শব্দ সৈনিক। এ তালিকায় আরও রয়েছেন সংগীতশিল্পী ফকির আলমগীর, তিমির নন্দী, চলচ্চিত্রকার সুভাষ দত্ত প্রমুখ। গতকাল এ বিষয়ক এক গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৫৮ জন শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধকালে গঠিত সাংস্কৃতিক সংগঠনের এই শব্দসৈনিকদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার কথা জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর