বুধবার, ১২ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সাংবাদিক মারধর

আসামি গ্রেফতারে আলটিমেটাম

রাবি প্রতিনিধি

আসামি গ্রেফতারে আলটিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক আরাফাত রাহমানকে হত্যাচেষ্টা ও বাস ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগের চার নেতাসহ অজ্ঞাত ৮-১০ জনের নামে দুটি মামলা হয়েছে। সোমবার রাতে আরাফাত রাহমান ও দেশ ট্রাভেলসের ক্ষতিগ্রস্ত বাসটির সুপারভাইজার মো. মানিক হোসেন নগরীর মতিহার থানায় মামলা দুটি করেন।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, হত্যাচেষ্টার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি আহমেদ সজীব ও সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবণসহ অজ্ঞাত আরও ৮-১০ জনের নামে মামলা করেছেন সাংবাদিক আরাফাত রাহমান। আর এক লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে বাস ভাঙচুরের অভিযোগে মামলা করেছেন দেশ ট্রাভেলসের সুপারভাইজার মো. মানিক হোসেন। এদিকে দুপুরে এক মানববন্ধনে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর