বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বেতন কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতনের ১০ ভাগ অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য কর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক- কর্মচারীদের বেতনের ১০ ভাগ কর্তনের বিষয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তাতে শিক্ষক সমাজ বিভ্রান্ত ও ক্ষুব্ধ। তারা এর তীব্র প্রতিবাদ এবং তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ ছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ ভাগ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানসহ-শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছেন। নেতারা আরও বলেন, ‘শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি অবিলম্বে মানা না হলে অবিরাম কর্মবিরতি ও আমরণ অনশনে যেতে বাধ্য হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর