বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আজ সর্বত্র অশান্তি বিরাজ করছে

—মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আজ সর্বত্র অশান্তি বিরাজ করছে। মুসলমানরা ইসলাম ছেড়ে শান্তির জন্য ভিন্ন পথ অনুসরণ করছে। কোরআন-সুন্নাহর অনুসরণ ও অনুকরণ না থাকায় হিংসা-বিদ্বেষের আগুনে মানুষ জ্বলেপুড়ে ছাই হচ্ছে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত জাতিকে বাঁচাতে হলে রসুল (সা.)-এর অনুপম আদর্শের রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে। গতকাল রাজধানীর জুরাইনের জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার নতুন বছরের সবক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মুফতি ওমর ফারুক, মাওলানা ইয়াসীন খান সাদী, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মুফতি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর