শিরোনাম
বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের বেশি টাকা নেই : অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

সুইস ব্যাংকে বাংলাদেশিদের বেশি টাকা নেই : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবারও বলেছেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের খুব বেশি টাকা নেই। তিনি বলেন, আমি যে স্টেটমেন্ট দিয়েছি, তাতে এটা প্রমাণিত হয়— আমাদের খুব বেশি লোকের টাকা সুইস ব্যাংকে নেই। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে গত মঙ্গলবার সংসদে তিনি এ প্রসঙ্গে একটি স্টেটমেন্ট তুলে ধরেন।

সুইস ব্যাংকে বাংলাদেশি অর্থ বৃদ্ধি প্রসঙ্গে তিনি গতকাল বলেন, ‘নো নো কোনো অর্থ বাড়েনি, বরং গত বছরের তুলনায় কমেছে।’ সুইস ব্যাংকের প্রতিনিধিরা ঢাকায় থাকেন এবং বড় বড় ব্যবসায়ীদের ওখানে টাকা রাখার জন্য প্রলুব্ধ করেন— দুদক চেয়ারম্যানের এমন বক্তব্যে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।

অর্থমন্ত্রী বলেন, যে হিসাবগুলো পত্রিকায় প্রকাশ হয়েছে এগুলো হলো লেনদেনের হিসাব, সম্পদের হিসাব। এটাকে অন্যায়ভাবে পাচার বলে প্রচার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর