শনিবার, ১৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মাছের বাজারে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাছের বাজারে অস্থিরতা

বাজার দর

চট্টগ্রামে মাছের দামে অস্থিরতা বিরাজ করছে। তবে সবজির দাম স্থিতিশীল। গতকাল নগরের প্রধান কাঁচাবাজার বহদ্দারহাট, কাজীর দেউড়ি, রেয়াজুদ্দিন, কর্ণফুলী, বক্সির হাট ও চকবাজারে এ চিত্র দেখা যায়।

গত সপ্তাহে প্রতি কেজি কাতল মাছ বিক্রি হয়েছিল ৪৫০ টাকা, গতকাল ৬৫০ টাকা। প্রতি কেজি রুই বিক্রি হয়েছিল ৩০০ টাকা, গতকাল ৩৫০ থেকে ৪০০ টাকা। তা ছাড়া তেলাপিয়া, চিংড়ি, বাটা, লইট্টাসহ বিভিন্ন মাছ কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বক্সির হাটে বাজারে ক্রেতা ওয়াহিদুল আলম বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম বেড়েছে। কয়েক দিন আগে রুই কিনেছিলাম ৩০০ টাকা কেজি দরে। কিন্তু একই সাইজের মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।’ অতিরিক্ত চাহিদা থাকলে একশ্রেণির বিক্রেতা মর্জিমাফিক দাম বাড়িয়ে দেন বলে এই ক্রেতা অভিযোগ করেন।

বক্সির হাটের মাছ বিক্রেতা কফিল উদ্দিন বলেন, ‘মাছের সরবরাহ তুলনামূলক কম। তাই সাগরসহ কয়েক প্রকারের মাছের দাম কিছুটা বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে দাম আবারও কমবে। চাহিদার তুলনায় সরবরাহ কম হলে এমন হয়ে থাকে।’

সবজির দাম স্থিতিশীল দেখা যায়। প্রতি কেজি আলু, পটোল ২০, কাঁকরোল, ঝিঙে ৪০, কাঁচা মরিচ, বরবটি ৬০, বেগুন, ঢেঁড়স ৩০, শসা ৩০-৫০ টাকায় বিক্রি হয়েছে। তা ছাড়া প্রতি কেজি ফার্মের মুরগি ১৪০, দেশি মুরগি ৩৫০, গরুর মাংস ৫৫০ থেকে ৫৮০, ছাগলের ৬৫০ টাকায় বিক্রি হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর