রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শেষ দিনে পণ্য কিনতে ভিড়

বসুন্ধরায় নির্মাণ ও গৃহসজ্জাশিল্প মেলা

নিজস্ব প্রতিবেদক

ব্যাপক ভিড়ের মধ্য দিয়ে শেষ হলো রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং ও ইন্টেরিয়র-এক্সটেরিয়র প্রদর্শনী। গতকাল প্রদর্শনীর শেষ দিনেও দর্শনার্থী আর ক্রেতার ভিড় ছিল  লক্ষণীয়। বিশ্বমানের চমৎকার সব ডিজাইনের বিভিন্ন গৃহসামগ্রী বিশেষ করে ইন্টেরিয়র পণ্য কিনতে ক্রেতাদের আগ্রহ ছিল বেশি। নিজের ঘর সাজানোর জন্য শোপিস, জানালার পর্দা, সোফা সেটে ব্যবহৃত পণ্য বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানের কর্মীরা। মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে আইসিসিবির তিনটি সুবিশাল হল দর্শনার্থীর পদচারণে মুখরিত। দর্শনার্থীরা জানান, একই ছাদের নিচে এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এত সুন্দর ও চমৎকার গৃহসাজের পণ্য একই স্থানে পাওয়া যায় না। মেলার শেষ দিন হওয়ায় দামও কিছুটা কম। এজন্য মেলায় আসা। এবারের মেলায় মূলত চারটি ভিন্ন শিল্পের পণ্য প্রদর্শিত হয়েছে। এর মধ্যে তৃতীয় বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপোর হলে আয়োজন করা হয়। এখানে নির্মাণশিল্পের চমৎকার ডিজাইনের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হয়েছে। স্থাপত্য, নির্মাণশিল্প, ডিজাইন ইঞ্জিনিয়ারিং, নির্মাণ যন্ত্রপাতি ও কনক্রিট মেশিনারি তুলে ধরা হয়। বাড়ি তৈরির জন্য বিশ্বের ছোট পরিসরে বিভিন্ন পণ্যের সঙ্গে বৃহৎ শিল্পে ব্যবহার করা যায় এমন কনক্রিট মেশিনারিজ প্রদর্শন করা হয়। সাইফ পাওয়ার এলইডি প্রদর্শন করেছে গৃহসাজের অন্যতম পণ্য। এ পণ্যের মধ্যে রয়েছে অভিজাত জীবনযাপনের জন্য অত্যাধুনিক লাইট, প্যানেল, সোলার এবং লাইটিং ও এলইডি-সংশ্লিষ্ট পণ্য ও প্রযুক্তি। লোডশেডিং থেকে মুক্ত হতে সোলার প্যানেল নিয়ে মেলায় কয়েকটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোয় সরাসরি অর্ডার দিলে বাসাবাড়িতে গিয়ে স্থাপন করে দিয়ে আসে। মাত্র ২৫ থেকে ৫০ হাজার টাকার মধ্যে সোলার প্যালেন স্থাপন করা সম্ভব বলে স্টলকর্মীরা জানিয়েছেন। অভিজাত বাড়ির ডিজাইন করতে বিশ্বের নামিদামি কোম্পানি ঝাড়বাতি, সুইচের, এলইডি লাইট সম্পর্কে গ্রাহকদের আগ্রহ দেখা যায় বেশি। মেলার আরেক আকর্ষণীয় প্রদর্শন জেট প্রেজেন্টস বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো। কাঠ ও কাঠসংশ্লিষ্ট শিল্পের যন্ত্রপাতি ও পণ্য প্রদর্শিত হয়। আসবাবপত্র বিশেষ করে খাট, ড্রেসিং টেবিলসহ ঘর সাজানোর সব চমৎকার ডিজাইনের পণ্য।

 এসব পণ্য বিক্রি ছাড়া আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতিও প্রদর্শিত হয়েছে মেলায়। এ শিল্পের আরেকটি অংশ ইন্টেরিয়র-এক্সটেরিয়র এক্সপো। গৃহসজ্জা-সংশ্লিষ্ট অত্যাধুনিক ডিজাইনের ডেকর, আসবাবপত্র, ফিটিংস ও অন্যান্য এক্সসেসরিজ তুলে ধরা হয়েছে। মেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রদর্শনীগুলোয় চীন, ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তাইওয়ান, ইতালি ও জার্মানির ২০০ প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো বিল্ডিং ও নির্মাণশিল্প, কাঠ ও আসবাবপত্র নির্মাণশিল্প, গৃহসজ্জা উপকরণ এবং লাইটিং প্রযুক্তি-সংশ্লিষ্ট শিল্পের দোরগোড়ায় বিশ্বের সর্বাধুনিক উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি তুলে ধরে। মেলা শুধু পণ্য বিক্রি নয়, সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ঘটাতে ও নতুন ব্যবসার ক্ষেত্র তৈরির মিলনমেলায় পরিণত হয়। গৃহ নির্মাণ থেকে শুরু করে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, ফিটিংস, আসবাবপত্র বিক্রি ও তৈরির জন্যও বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবাব ব্যবসার উদ্যোক্তারাও এসেছেন এ মেলায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর