সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হচ্ছে

শেখ হাসিনার কারাবন্দী দিবসের সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আরেকটি ১/১১-এর ষড়যন্ত্র হচ্ছে। এর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিকালে গুলিস্তান মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, মহানগর দক্ষিণের আবু আহমেদ মান্নাফী, ডা. দিলীপ রায়, কামাল চৌধুরী, আবদুল হক সবুজ, হেদায়েতুল ইসলাম স্বপন, আখতার হোসেন প্রমুখ।

এদিকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল তৎকালীন ইয়াজউদ্দিন-ফখরুদ্দীন-মইনুদ্দিনের ওয়ান-ইলেভেন সরকার।

গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গ্রেফতার দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য  সহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট বেলাল হোসাইন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

সর্বশেষ খবর