সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগে চলমান সান্ধ্যকালীন (ইভিনিং) কোর্স বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন বিভাগের শিক্ষকরা নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশ না নিয়ে নগদ টাকার লোভে শুধু সান্ধ্যকালীন ক্লাস নেন। এতে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার মান দিন দিন নিম্নগামী হচ্ছে। অনেক শিক্ষক শুধু সান্ধ্যকালীনে ক্লাস নিতে প্রতি শুক্রবার ঢাকা থেকে ক্যাম্পাসে আসেন। অনতিবিলম্বে ক্যাম্পাসে চলমান সব বিভাগের সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবি জানায় শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর