সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দেশনাটকের ‘সুরগাঁও’

সাংস্কৃতিক প্রতিবেদক

দেশনাটকের ‘সুরগাঁও’

আনাল ফকির, আসমান, সুহি, হাক্কা বেপারি, বাঁশিবুড়ি, ওষ্ঠকালা, নিহার রঞ্জন. কাবিল, কুলি ও মুজাহেবদের বাস সুরগাঁওয়ে। আনাল ফকির ১৮০ বছর আগে এক রাতে গ্রাম থেকে উধাও হয়। এর আগে বাঁশিবুড়ির হাতে একটি মোহন বাঁশি দিয়ে যান। আর বলে যান এই বাঁশির সুর দিয়ে মানুষের ভিতরের অসুরটাকে দূর করতে। সেই থেকে বাঁশিবুড়ি থানা থেকে আসামিদের চেয়ে নিয়ে এসে বাঁশি বাজানো শেখায়।

এমন গল্প নিয়েই নাটকের দল দেশ নাটক শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে দর্শকনন্দিত প্রযোজনার নাটক ‘সুরগাঁও’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চায়ন হয় নাটকটি। রচনা ও নির্দেশনায় ছিলেন মাসুম রেজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর