মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা
আক্রান্তরা সুস্থ হয়ে উঠছে

ত্রিপুরা পল্লীতে শিশু মৃত্যুর কারণ ‘হাম’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলার সোনাইছড়ির ত্রিপুরা পল্লীতে অজ্ঞাত রোগে ৯ শিশুর মারা যাওয়ার কারণ ‘হাম’। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামের জীবাণুতে আক্রান্ত হয়েই শিশুরা মারা গেছে। গতকাল বিকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, ত্রিপুরা পল্লীতে অজ্ঞাত রোগে ৯ শিশু মারা যাওয়ার কারণ ‘হাম’। অন্য কিছু নয়। তিনি উল্লেখ করেন, এই পাড়ার কোনো মানুষ সরকারি স্বাস্থ্যসেবা পায় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর