বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

২০১৯ সালের মধ্যে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা

শুরু হলো মত্স্য সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৭ শুরু হয়েছে গতকাল। চলবে ২৪ জুলাই পর্যন্ত। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। অন্যদের মধ্যে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান, মত্স্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার উপস্থিত ছিলেন।

এবারের মত্স্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে—‘মাছ চাষে গড়ব দেশ, বদলে দেব বাংলাদেশ’। মত্স্য সপ্তাহ যথাযথভাবে পালনের জন্য মন্ত্রণালয় ও মত্স্য অধিদফতরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে— মাছের পোনা অবমুক্তকরণ, পত্রিকায় বিজ্ঞপ্তি ও ক্রোড়পত্র প্রকাশ। ইলেকক্ট্রনিক মিডিয়াতে টকশো।  মোবাইল ফোনে খুদে বার্তা, সড়ক ও নৌ র‍্যালি এবং  সেমিনার ইত্যাদি। সংবাদ সম্মেলনে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, এবারের বন্যায় ৫৬৯ মেট্রিক টন মাছ ক্ষতিগ্রস্ত (বাঁধ ভেঙে ভেসে গেছে) হয়েছে। ফলে সরকার মাছ চাষ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আগামী ২০১৮-১৯ অর্থবছরের মধ্যেই মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আশা করছি। মন্ত্রী আরও বলেন, বিগত ২০০৮-০৯ অর্থবছরে দেশে মাছের উৎপাদন ছিল ২৭ লাখ এক হাজার মেট্রিক টন। ২০১৫-১৬ অর্থবছরে উৎপাদন ৩৮ লাখ ৭৮ হাজার টনে উন্নীত করা সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর