বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঢাবি টিভি স্টুডিওর যাত্রা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে টেলিভিশন স্টুডিও (ডিইউ টিভি) প্রতিষ্ঠা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গতকাল সকালে স্টুডিওটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই টিভি স্টুডিও উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উল্লেখ্য, ৩ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন স্টুডিও প্রতিষ্ঠা করা হয়েছে। অতি শিগগিরই এটি ডিউ টিভি নামে টেলিভিশন চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করবে। এ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম টিভি চ্যানেল। সংবাদ, ডকুমেন্টারি, বিনোদনসহ  নানা অনুষ্ঠান প্রচার করবে এই টিভি চ্যানেল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর