বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সীতাকুণ্ডে শিশু মৃত্যু

অবশেষে স্বাস্থ্যসেবায় নেমেছে স্বাস্থ্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবশেষে স্বাস্থ্যসেবায় নেমেছে স্বাস্থ্য বিভাগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর  ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাইছড়ির ত্রিপুরা পল্লীতে হাম জীবাণুতে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যসেবা শুরু হয়েছে। জানা গেছে, এর অংশ হিসেবে গতকাল দুপুরে ত্রিপুরা পল্লীর বীরেন্দ্র ত্রিপুরার বাড়ি এবং মঙ্গা রাম ত্রিপুরার বাড়িতে পৃথক দুটি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। বীরেন্দ্র ত্রিপুরার বাড়িতে ১১ মাস বয়সী সাজু ত্রিপুরাকে টিকাদানের মাধ্যমে এ কেন্দ্রের উদ্বোধন করেছেন সিভিল সার্জন। প্রথম দিনে চার শিশুকে (শিশু বিশেষজ্ঞ কর্তৃক তাদের পুষ্টিমান বিবেচনায়) হামসহ অন্যান্য টিকা এবং একজন মহিলাকে ধনুষ্টংকারের টিকা দেওয়া  হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দুই কেন্দ্রে এক বছর বয়সী সব শিশুর নিয়মিত টিকাদান কার্যক্রম চলবে। একই সঙ্গে ১৫-৪৯ বছর বয়সী মহিলাদেরও ধনুষ্টংকারের টিকা প্রদান করা হবে। এ দুই অস্থায়ী টিকা কেন্দ্রে সপ্তাহে একদিন করে স্যাটেলাইট স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। তাছাড়া দুই ত্রিপুরা পল্লীবাসীর মধ্যে ত্রিশ হাজার পানি বিশুদ্ধকরণ বড়ি ও দশ হাজার ওরস্যালাইনের প্যাকেট বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেন, দুই ত্রিপুরা পল্লী এখন স্বাস্থ্যসেবার আওতায়। সেখানে দুটি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করে সপ্তাহে একদিন করে স্যাটেলাইট স্বাস্থ্যসেবা প্রদান এবং স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে দ্রুত একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে। সব শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নতির জন্য আইপিএইচএন এবং ইউনিসেফ নানা কার্যক্রম হাতে নিয়েছে। শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ জানিয়েছেন, গতকালও সুস্থ হওয়া ৯ শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাড় পাওয়া শিশুদের শিশু চিকিৎসক সমিতির পক্ষ থেকে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছে। হাম আক্রান্ত মোট ৯৬ জন শিশুর মধ্যে এ পর্যন্ত ৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সর্বশেষ খবর