বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বৈরী আবহাওয়া

ভিয়েতনামের চালের জাহাজ জেটিতে ভিড়তে পারছে না

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভিয়েতনামের চালের জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে প্রবেশ করতে পারছে না। চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে লাইটারিংয়ের কাজ বন্ধ থাকায় এ সমস্যা হচ্ছে।

এমভি ভিসাদ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ইউনি শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন গতকাল জানান, জাহাজটির জেটিতে প্রবেশের কথা থাকলেও বহির্নোঙরে খালাসের কাজ বন্ধ থাকায় ভিড়তে পারছে না। চট্টগ্রাম বন্দরসূত্র জানায়, ভিয়েতনাম থেকে ২০ হাজার টন চাল নিয়ে এমভি ভিসাদ ১৩ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। কিন্তু লাইটার জাহাজ জটিলতায় চাল খালাসের কাজ শুরু করা যাচ্ছিল না। মঙ্গলবার একটি জাহাজে লাইটারিংয়ের কাজ শুরু হয়।

 এ জাহাজটিতে দেড় হাজার টন চাল খালাস করা হয়েছে। দুটি জাহাজে মোট আড়াই হাজার টন চাল খালাস শেষে জাহাজটির জেটিতে প্রবেশের কথা ছিল গতকাল। ?কিন্তু বৃষ্টির কারণে মঙ্গলবার বিকাল থেকে চাল খালাসের কাজ বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর