বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পুলিশি বাধায় নগর ভবন ঘেরাও করতে পারেনি ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ জলাবদ্ধতা ও চিকুনগুনিয়ার প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে এর প্রতিবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ শেষে নগর ভবনের উদ্দেশে মিছিল নিয়ে যাত্রা করলে পুলিশের বাধায় সামনে এগোতে পারেনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নগর ভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন দলটির নগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা কাওছার বাঙ্গালী, আল-আমিন সিদ্দিকী ও ডা. এস এম আবদুল আজিজ। মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ডিএসসিসির সচিব মুহাম্মদ শাহাবুদ্দিন খান।

এর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ঢাকা সিটির মেয়রদ্বয় নগরবাসীর মৌলিক চাহিদা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছেন। নগরীর সর্বত্র ভয়াবহ জলাবদ্ধতার ফলে নাগরিক জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত নগরীর লাখ লাখ মানুষ অসহায় জীবনযাপন করছে। এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আবদুল আউয়াল, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, এইচ এম সাইফুল ইসলাম, কাওছার বাঙ্গালী, জোবায়েরুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে রয়েছে : জলাবদ্ধতা দূর করা, মশার ওষুধ প্রতিদিন অলিগলিতে ছিটানো, হাসপাতাল ছাড়াও আপদকালীন স্বাস্থ্য ক্যাম্পের ব্যবস্থা, অসহায় ও দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা, স্বাস্থ্যসচেতনতার ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা, মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ময়লার ভাগাড় থেকে রাজধানীবাসীকে মুক্তি দেওয়া, সর্বত্র রোড লাইটের ব্যবস্থা, পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ।

সর্বশেষ খবর