বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পদমর্যাদা ও সম্মানী ভাতার দাবি জেলা পরিষদ সদস্যদের

নিজস্ব প্রতিবেদক

পদমর্যাদা, সম্মানী ভাতা, অফিস ও পরিবহন সুবিধার দাবি জানিয়েছেন বাংলাদেশ জেলা পরিষদ সদস্য অ্যাসোসিয়েশনের নেতারা। তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে কয়েকটি দাবি হচ্ছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ, প্রতিটি উপজেলায় একটি করে গাড়ি বরাদ্দ ও ইউনিয়নের চেয়ারম্যানদের মতো সরাসরি কাজ করার সুবিধা প্রদান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবিগুলোর কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা পরিষদ সদস্য অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মমতাজ উদ্দিন।

লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এস এম হানিফ বলেন, ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো পদমর্যাদা, সম্মানী ভাতা, অফিস ও পরিবহন সুবিধাসহ অনেক বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা পাচ্ছি না। তাই জেলা পরিষদের সব ধরনের দাবিগুলো বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ মোহাম্মদ আবিদ আলী, এইচ এম আবু বকর, মো. মেহেদী হাসান মিন্টু, মো. নাসির উদ্দিন শিশির, এস এম হানিফ, ইকবাল আহমেদ, মো. আবদুল মান্নান, আকতার হোসেন খান লাবু, আজমলা আক্তার, মায়াবী রোমান্স মল্লিক, মো. সাইদুর রহমান, আলহাজ মো. তাজুল ইসলাম, এস এম আলমগীর হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর