শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ছাত্রলীগের বাধায় পণ্ড

ভিসিবিরোধীদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ ছাত্রলীগের বাধায় পণ্ড হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের চলমান নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করাসহ বিভিন্ন অভিযোগে মুক্তিযুদ্ধের পক্ষের কয়েকটি সংগঠনের লাগাতার আন্দোলনের প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশ চলছিল। মানববন্ধন ও সমাবেশের ব্যানার ছিনিয়ে নেওয়ার পর    ছাত্রলীগের দফায় দফায় বিক্ষোভ মিছিলের কারণে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে সদর উপজেলার কর্ণকাঠিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

এদিকে ভিসিকে কটূক্তি করাসহ উদ্ভূত পরিস্থিতিতে গতকাল একটি ‘খোলা চিঠি’ দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইমেইল আইডি থেকে বিভিন্ন গণমাধ্যম এ খোলা চিঠি পাঠান। সমিতির সভাপতি এম এ কাইউম ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর মিয়া স্বাক্ষরিত খোলা চিঠিতে বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা অক্ষুণ্ন রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনা তথা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। এদিকে ৩১ জুলাইয়ের মধ্যে আন্দোলনের চূড়ান্ত রূপ দিতে বুধবার রাতে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবালকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর