শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় শিল্প প্রযুক্তি মেলা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় শিল্প প্রযুক্তি মেলা

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন শিল্প সংশ্লিষ্ট প্রযুক্তি মেলা। স্বয়ংক্রিয় মেশিনারিজ ও উৎপাদন সহায়ক প্রযুক্তি পণ্যের এ মেলায় সারা দেশের উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। ক্ষুদ্র থেকে ভারী শিল্প উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি সহায়তা দিয়ে প্রকৌশলী, কর্মীরা কাজ করছেন। গতকাল শুরু হওয়া মেলায় মূলত তিনটি শিল্প সংশ্লিষ্ট প্রযুক্তি প্রদর্শন শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে তৃতীয় প্রিন্টটেক মেলা, তৃতীয় গার্মেন্টেক ও তৃতীয় লেদার অ্যান্ড ফুটওয়ার মেলা। মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এ সময় এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন। লিমরা আয়োজিত এবারের মেলায় দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠান নিয়ে মোট তিনটি হলে ৩৭৫টি স্টল রয়েছে। বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। শিল্প মেলায় ভারত, চীন, পাকিস্তান, জাপান, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ মোট ১৪টি দেশ অংশগ্রহণ করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর