শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সাত গুণীর হাতে শিল্পকলা পদক দিলেন রাষ্ট্রপতি

সাংস্কৃতিক প্রতিবেদক


সাত গুণীর হাতে শিল্পকলা পদক দিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণীর হাতে ‘শিল্পকলা পদক ২০১৬’ তুলে দিয়েছেন। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পদক তুলে দেন। এ বছরের পদকপ্রাপ্তরা হলেন— মো. গোলাম মোস্তফা খান (নৃত্যকলা), গোলাম মুস্তাফা (ফটোগ্রাফি), কালিদাস কর্মকার (চারুকলা), মিতাহক (কণ্ঠ সংগীত), পণ্ডিত পবিত্র মোহন দে (যন্ত্র সংগীত), সিরাজ উদ্দিন খান পাঠান (লোকসংস্কৃতি) ও সৈয়দ জামিল আহমেদ (নাট্যকলা)। পদকপ্রাপ্ত গুণীদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা সম্মানী ও একটি সনদ প্রদান করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তৃতা প্রদান করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পদক প্রদান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এ পর্বে ‘এসো শ্যামল সুন্দর’ ও ‘রিমঝিম রিমঝিম ঘনদেয়া বরষে’ সমবেত গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। ‘জয় বাংলা জয় বাংলা বইলা রে মাঝি’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে লোক নাট্যদল। এ ছাড়া চাকমা ও ময়ূর নাচ পরিবেশন করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন সুবর্ণা রহমান ও সুবীর নন্দী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর