শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সরকার, দুই মেয়র চিকুনগুনিয়ার দায় এড়াতে পারেন না

গণসংহতির সমাবেশে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, সরকার ও ঢাকার দুই মেয়র চিকুনগুনিয়ার দায় এড়াতে পারেন না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এতে বক্তব্য দেন গণসংহতির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য আবুল হাসান রুবেল, দেওয়ান আবদুর রশিদ নিলু, হাসান মারুফ রুমী, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাস নাইন প্রমুখ। বক্তারা বলেন, চিকুনগুনিয়া জ্বরের কারণে যদি মানুষ মারা যেত, তাহলে ঢাকা একটি মৃত্যুর শহরে পরিণত হতো। তারা বলেন, রাস্তাঘাট কেটে ফেলে রাখবেন মাসের পর মাস, ড্রেন ও নর্দমা উপচে পড়বে সামান্য বৃষ্টিতেই, পুরো শহরকে করে রাখবেন মশা ও রোগজীবাণুর চাষ কেন্দ্র; আর চিকুনগুনিয়ার জন্য নাগরিকদের ওপর দায় চাপাবেন— এ কেমন কথা! আসলে এটা নাগরিকদের প্রতি চরম অবহেলারই প্রকাশ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর