শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

৯০ দিনের মধ্যে বাজারে ছাড়তে হবে চাল

নিজস্ব প্রতিবেদক

বিদেশ থেকে আমদানি করা চাল ৯০ দিনের মধ্যে বাজারজাত করার জন্য ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এ ছাড়া ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো আমদানিকারক ঋণ নিয়ে বা বাকিতে চাল আমদানি করতে পারবে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, এলসি খোলার ৯০ দিনের মধ্যে আমদানি করা চাল বাজারে ছাড়তে হবে। ২০১২ সালের নির্দেশনা অনুযায়ী, আমদানিকারকরা নিজেদের পছন্দের সময়ে আমদানি করা চাল বাজারে ছাড়তেন। অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার এবং চাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আইন শিথিল করে। চালের বাজারে অস্থিতিশীলতা দূর করতে ১৯ জুন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছিল, ব্যাংক হিসাবে টাকা না থাকলেও চাল আমদানিতে ঋণপত্র খোলা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর