শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাঁচ আইনজীবীকে অব্যাহতি বেঞ্চ অফিসারের দুর্নীতি তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আদালত কক্ষে চিত্কার, বেঞ্চ কর্মকর্তাকে মারধর ও আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর অভিযোগ থেকে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। এ ছাড়া ওই আদালতের দুই বেঞ্চ অফিসারের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে হাই কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, আইনজীবী নূরে-ই আলম, বিল্লাহ হোসেন লিজেন পাটোয়ারী, বি এম সুলতান মাহমুদ, মতি লাল বেপারী ও মোহাম্মদ আলীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৯ জুন আদালত কক্ষে নথি ছুঁড়ে ফেলা ও  বেঞ্চ কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পাঁচ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর