শিরোনাম
শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি ও মাদক দমনে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি ও মাদক দমনে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

জঙ্গিবাদ ও মাদক বর্তমানে পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, জঙ্গিবাদ দমন ও মাদক নির্মূলে পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া রচিত কর্মবণ্টন বইয়ের মোড়ক উন্মোচন করেন আইজিপি। আইজিপি আসন্ন ঈদুল আজহায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি কোরবানির পশুর হাট, ঈদ জামাতস্থলসহ সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেন। দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ডিএমপির সব সদস্যকে নির্দেশ দেন। আইজিপি ঈদ, পূজা-পার্বণ, রথযাত্রা, পয়লা বৈশাখসহ সব সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তা প্রদানসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ডিএমপি কর্মকর্তাদের প্রশংসা করেন। তবে কোনো কর্মকর্তা যদি শৃঙ্খলাবহির্ভূত কাজের সঙ্গে সম্পৃক্ত হন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি।

সর্বশেষ খবর