শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আমানতের টাকা ফেরত দিচ্ছে না গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স

মামলা করেও টাকা পাচ্ছেন না গ্রাহক

মর্তুজা নুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়

জীবন বীমার মেয়াদ শেষ হওয়ার ছয় বছর পরও রাজশাহীর বিনোদপুরের কয়েকশ গ্রাহক গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেড থেকে অর্থ ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এমনকি লাভসহ আমানতের টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিস করার পরও প্রতিষ্ঠানটি থেকে কোনো জবাব আসেনি। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন আমানতকারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিনোদপুর শাখার ১৯৯ জন গ্রাহকের শুধু মূলধন প্রায় ২০ লাখ টাকা এখনো প্রতিষ্ঠানটির কাছে পাওনা রয়েছে। লাভসহ আমানত ফেরত পেতে ওই ১৯৯ জন গ্রাহক একসঙ্গে ৫ জুন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্প প্রধান এবং অর্থ ও হিসাব বিভাগ বরাবর লিগ্যাল নোটিস পাঠিয়েছেন। রাজশাহী জজ কোর্টের অ্যাডভোকেট মো. রইসুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিসে ১৫ দিনের মধ্যে অর্থ প্রদানের নির্দেশ দেওয়া থাকলেও প্রতিষ্ঠানটি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই গ্রাহকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মতিহার থানার এরিয়া ম্যানেজার এনামুল হক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মতিহার থানার এরিয়া ম্যানেজার এনামুল হক বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমার তত্ত্বাবধানে রাজশাহীর বিভিন্ন শাখার ২৯৯ জন গ্রাহক জীবন বীমার টাকা জমা রেখেছেন। এদের মধ্যে মাত্র ১০০ জনের চেক এলেও বাকি ১৯৯ জনের চেক আসেনি। গ্রাহকরা প্রতিদিন আমার বাড়িতে টাকার জন্য আসছেন।

সর্বশেষ খবর