শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

গুম-খুনের ভয়ে কেউ প্রতিবাদ করছে না

————— মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে উন্নয়নের নামে তার উল্টোটা হচ্ছে। কিন্তু একজন রাজনীতিবিদও গুম-খুন হওয়ার ভয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

গতকাল জাতীয় প্রেস ক্লাবে পিনাকল মিডিয়া আয়োজিত নিজের লেখা উপন্যাস ‘বিপ্রতীম’ এর প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, মনে রাখতে হবে ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়, পরিবর্তন হবেই। সমাজের গুণগত পরিবর্তন চাই। সমাজ পরিবর্তনের লড়াইয়ে এগিয়ে যেতে হবে। অন্যায়ের কাছে মাথা নত করে ভালোভাবে বেশিদিন বাঁচা যায় না। প্রতিবাদ করতে হবে সাহসের সঙ্গে। তিনি আরও বলেন, রাজনীতি কবিতার মতো করা যায়। কবি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষকে জাগ্রত করেছে। কিন্তু এখন প্রতিহিংসার রাজনীতি চলছে। এস এম এ কবীর হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাংবাদিক আবদুল হাই শিকদার প্রমুখ।

সর্বশেষ খবর