শিরোনাম
রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কেসিসি ও এলজিইডির প্রতি দোষারোপ

ওয়াসার গণশুনানি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও এলজিইডির অসহযোগিতার কারণে সময়মতো সড়কে কার্পেটিংয়ের কাজ শেষ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ। গতকাল টিআইবির সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার উদ্যোগে সনাক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে খুলনা ওয়াসা কর্তৃপক্ষের গণশুনানিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালের জুনের মধ্যে সব গ্রাহককে সুপেয় পানি সরবরাহ করার লক্ষ্যে সিটি করপোরেশন এলাকায় ইতিমধ্যে   ৫২৫ কিলোমিটার পাইপ বসানোর কাজ শেষ হয়েছে।

রাস্তা কাটার ফলে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে স্বীকার করে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, সড়ক কার্পেটিংয়ের ক্ষেত্রে কেসিসি ও এলজিইডি নানাভাবে অসহযোগিতা ও সময় ক্ষেপণ করেছে। তিনি বলেন, জনদুর্ভোগ কমাতে শিববাড়ী থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এবং রয়্যাল মোড় থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত সড়কে সাময়িকভাবে হেরিং বন্ড করে দেওয়া হয়েছে এবং বৃষ্টি কমলেই সব রাস্তা কার্পেটিং করে সম্পূর্ণ চলাচলের উপযোগী করা হবে।

সর্বশেষ খবর