রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রড ছাড়াই কলেজ ভবন নির্মাণ!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

এতদিন কোথাও কোথাও রডের বদলে বাঁশ দিয়ে ভবন নির্মাণের খবর মিললেও এবার সিলেটে মিলেছে রড ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ। ওসমানীনগর উপজেলার একটি কলেজের ভবন নির্মাণে এ কাণ্ড করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।

অভিযোগ অনুযায়ী, উপজেলার গোয়ালাবাজার মহিলা কলেজের চারতলা ভবনের পিলার ও লিন্টারে রড না দিয়েই কাজ করা হয়েছে। অবশ্য ঠিকাদার বলছেন, তার অজ্ঞাতসারে উপ-ঠিকাদার ও রাজমিস্ত্রি ভবনের নিচতলার জানালার ওপরের লিন্টারে রডের সঙ্গে রিং না বেঁধে কাজ করেছে। বিষয়টি জানতে পেরে তিনি নিজ উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে লিন্টার ভাঙার কাজ শুরু করেছেন। সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার অভিযোগ, প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে গোয়ালাবাজার মহিলা কলেজের একটি ভবনের কাজ শুরু হয়। কাজ পান রাখাল দেব নামের এক ঠিকাদার। ভবনের পিলার ও লিন্টারে রড ব্যবহার হয়নি— এমন অভিযোগ পেয়ে তিনি গতকাল কলেজে যান। তখন পিলার ও লিন্টার ভেঙে ভিতরে রড দেখতে না পেয়ে তিনি ঠিকাদারের তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন।  এ ব্যাপারে ঠিকাদার রাখাল দেব জানান, উপ-ঠিকাদার আজিজ ও রাজমিস্ত্রি লেচু মিয়া পরস্পরের যোগসাজশে গেল ঈদুল ফিতরের আগে নিচতলার জানালার ওপরের লিন্টারে রডের সঙ্গে রিং না বেঁধে কাজ করেন। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার থেকে তিনি লিন্টার ভাঙার কাজ শুরু করেন। এর মধ্যে সংসদ সদস্য এহিয়া গতকাল ভবনের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন।

সর্বশেষ খবর