রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জলাশয় দখলমুক্ত করে দেশীয় মাছ চাষের পরামর্শ শিল্পমন্ত্রীর

ঝালকাঠি প্রতিনিধি

জলাশয় দখলমুক্ত করে দেশীয় মাছ চাষের পরামর্শ শিল্পমন্ত্রীর

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, পৃথিবীর অনেক দেশ আছে যাদের একটিমাত্র সম্পদ। কিন্তু আমাদের রয়েছে পাট, চা, চামড়া আর মাছ এই ৪ সম্পদ।

মন্ত্রী আরও বলেন, এক সময় কৈ, শিং আর মাগুর ছিল রোগীর পথ্য। চিকিৎসকরাও এ মাছগুলো খেতে রোগীর ব্যবস্থাপত্রে লিখতেন। সেই অবস্থা ফিরিয়ে আনতে মন্ত্রী বেদখল হওয়া পুকুর জলাশয় দখলমুক্ত করে সেখানে দেশীয় মাছ চাষের পরামর্শ দেন। ব্যক্তিগত পর্যায়ের পুকুর বা জলাশয় খননেও সরকারিভাবে   আর্থিক সহায়তা করা হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। গতকাল ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মত্স্য সপ্তাহের আলোচনা সভা ও সফল মত্স্য চাষিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী। পরে মন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

সর্বশেষ খবর