রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক


তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী আজ

জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯২তম জন্মবার্ষিকী আজ। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া (দারদরিয়া) গ্রামে ১৯২৫ সালের ২৩ জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মো. ইয়াসিন খান ও মায়ের নাম মেহেরুন্নেছা খানম। মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হওয়ার মাধ্যমে তার সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬৪ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আজ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জন্মবার্ষিকী পালন করবে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে ঢাকা ও গাজীপুরে থাকবে নানা আয়োজন।

সর্বশেষ খবর