রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক


মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয় সম্মেলনের প্রায় সাড়ে চার মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে মহিলা আওয়ামী লীগ। গতকাল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক এ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে ২১ জন সহসভাপতি, ৮ জন যুগ্ম সম্পাদক ও ৮ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটি প্রসঙ্গে মাহমুদা বেগম বলেন, ‘হাজার হাজার বায়োডাটা জমা পড়েছিল। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কমিটিতে রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন কমিটির নেতাদের নিয়ে আমরা সারা দেশে কর্মিসভা করব। জাতীয় নির্বাচন সামনে রেখে শেখ হাসিনা সরকার নারীদের উন্নয়নে যে ব্যাপক কাজ করছে তা তুলে ধরে নারী ভোটারদের উদ্বুদ্ধ করব।’

প্রসঙ্গত, প্রায় ১৪ বছর পর গত মার্চের সম্মেলনে সাফিয়া খাতুন ও মাহমুদা বেগম ক্রিক সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই দিন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করেন। ঢাকা উত্তর মহিলা লীগের সভাপতি হন শাহিদা তারেখ দীপ্তি, সাধারণ সম্পাদক শবনম শীলা এবং দক্ষিণে সভাপতি সাবেরা বেগম ও নার্গিস রহমান সাধারণ সম্পাদক। ঢাকা মহানগরী মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে সভাপতি সাফিয়া খাতুন বলেন, ‘আমরা দু-এক দিনের মধ্যেই নগরীর নেত্রীদের নিয়ে বসব। আশা করছি খুশ শিগগিরই নগরীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারব।’ কুমিল্লা ও গাজীপুরের কমিটি গঠনের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা—

কুমিল্লা : দীর্ঘ ১৭ বছর পর আওয়ামী লীগে পদ পেলেন দুবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিলুপ্ত কুমিল্লা পৌরসভার দুবারের নির্বাচিত চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আ ক ম বাহাউদ্দিন। একই সঙ্গে তিনি দলের সদস্যপদও ফিরে পেয়েছেন।

কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার ছয় বছর পর গতকাল সন্ধ্যায় মহানগরী আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট প্রথম কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘দলীয় সভানেত্রী শেখ হাসিনা আ ক ম বাহাউদ্দিনকে সভাপতি ও আরফানুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগরী আওয়ামী লীগের কমিটি অনুমোদন দিয়েছেন। পূর্ণাঙ্গ কমিটিতে তিন-চার জনের নাম পরে অন্তর্ভুক্ত করা হবে।’

গাজীপুর : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সভাপতি ও মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলা আওয়ামী লীগের ৭২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদিত কপি দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধানমন্ডির কার্যালয়ে নবগঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের হাতে তুলে দেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি এস এম নজরুল ইসলাম, ডা. আবদুল কাদের, অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ, শফিউদ্দিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়, আশরাফি মেহেদী, মোশারফ হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান, রেজাউল করিম লস্কর ও আকবর আলী।

সর্বশেষ খবর