সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আইভী-সেলিম এক মঞ্চে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণার সময় সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী এবং জাতীয় পার্টির এমপি ও বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এক মঞ্চে বসে চমক সৃষ্টি করেছেন। রাজনৈতিক মহল একে দীর্ঘদিনের বিভেদ ভুলে ঐক্য প্রচেষ্টার এক অনন্য উদাহরণ বলে মনে করছেন।

গতকাল বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রাঙ্গণের উন্মুক্তমঞ্চে বাজেট ঘোষণা করেন মেয়র সেলিনা হায়াত আইভী। নতুন করে কোনো কর আরোপ ছাড়াই ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৬৬৩ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৬২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় মেয়াদের বাজেট এটি। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে সিটি করপোরেশনের বাজেট ছিল ৬০১ কোটি ২০ লাখ ২৯ হাজার ৭৯১ টাকা। বাজেট ঘোষণার সময় মঞ্চে উপস্থিত হয়ে মেয়র আইভীকে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দেন একেএম সেলিম ওসমান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি। রাজনৈতিক বিরোধে উন্নয়নের ধারা থমকে যায়, তাই মুক্তিযোদ্ধা হিসেবে আমি নারায়ণগঞ্জের উন্নয়নের প্রশ্নে সিটি করপোরেশনকে সহযোগিতা করার আশ্বাস দিতেই এসেছি। আইভী চাইলে ন্যায়সঙ্গত সব সহযোগিতা করব। আমি আওয়ামী লীগের এমপি না। জাতীয় পার্টির এমপি হয়েও শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আইভীকে সমর্থন দিয়েছি। তাই আইভীর সফলতা ও ব্যর্থতা দুটোই আমাদের ওপর বর্তায়। জনপ্রতিনিধি হিসেবে আইভীর পাশে থেকে যা করণীয় করব।’ এ সময় ধন্যবাদ দিয়ে আইভীও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সেলিম ওসমান আগামীতে নিশ্চয়ই উন্নয়নে অংশীদার হবেন ও পাশে থাকবেন।’ এক পর্যায়ে সেলিম ওসমান ও আইভী নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে একে অপরের প্রশ্নের জবাব দিতে থাকেন। এতে বাজেটকে ঘিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করে। সবাই এ ঘটনাকে রাজনীতির জন্য নতুন চমক বলে বর্ণনা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানের মঞ্চে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার কমান্ডার মোহাম্মদ আলী, নাসিকের কাউন্সিলর, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, বিভিন্ন দল ও  সুশীল সমাজের নেতারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর