মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঢাবি সিনেট সভার ওপর স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক

রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্ধারণ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল মনোনয়নের জন্য ২৯ জুলাই আহূত বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ সভার ওপর স্থগিতাদেশ জারি করেছে হাই কোর্ট। ওই সভা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং সভা আহ্বান করে দেওয়া নোটিস কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ১৫ জন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি মোহাম্মদ ফারুকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। রিটের বিবাদীরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও শিক্ষা সচিব। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। ঢাবির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর