মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য কেনা হল নৌকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য কেনা হল নৌকা

অতিবর্ষণে ডুবে গেছে চট্টগ্রাম নগরী। পানি মাড়িয়ে চলাচল করছে মানুষ। (ডানে) একটি রেস্টুরেন্টে অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা —বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম শীলনগরের আগ্রাবাদে জলাবদ্ধতা স্থায়ী রূপ নেওয়ায় একটি সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য নৌকা কেনা হয়েছে। সেই নৌকা এখন ওই দফতরে যাতায়াতের নিরাপদ বাহন হয়ে উঠেছে। আগ্রাবাদ আবাসিক এলাকার কয়েকটি বাড়ির লোকজনও যাতায়াত সমস্যা কাটাতে কমপক্ষে চারটি নৌকা কিনেছেন। জানা গেছে, শীত ও বসন্ত ছাড়া প্রায় পুরো বছরই জোয়ারের পানিতে আগ্রাবাদ এলাকা থাকে জলাবদ্ধতায় সয়লাব। সম্প্রতি বৃষ্টির কারণে এ জলাবদ্ধতা আরও বেড়েছে। চট্টগ্রাম কর অঞ্চল-৪ কার্যালয় সূত্র জানায়, আগ্রাবাদ সিডিএ এলাকার ১ নম্বর সড়কের ছয়তলা ভবনে ১৭টি এবং একই সড়কের হাতেখড়ি স্কুলের বিপরীতে ১৬ তলা ভবনে ৫৭টি অঞ্চলভিত্তিক কর কার্যালয় রয়েছে। দুই ভবনে প্রায় সাড়ে ৪০০ কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তাদের সময়মত অফিসে আসা-যাওয়া করতে হয়। যদিও এর জন্য গাড়ি আছে, কিন্তু জলাবদ্ধতায় গাড়ি অচল।

সর্বশেষ খবর