মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শুল্ক জটিলতা দূর হলে রপ্তানি বাড়বে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উন্নত দেশগুলোতে শুল্ক জটিলতা দূর করা হলে বাংলাদেশের পণ্য রপ্তানি আরও বাড়বে। শুল্ক জটিলতার কারণে বাংলাদেশের রপ্তানি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববাণিজ্য সংস্থার সিদ্ধান্ত মোতাবেক এলডিসিভুক্ত দেশগুলোকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করার কথা উন্নত দেশের, কিন্তু অনেক উন্নত দেশ সে সুবিধা দিচ্ছে না।

গতকাল সচিবালয়ে সফররত ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল কোনিও মিকুরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তোফায়েল আহমেদ বলেন, বিশ্ব রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ ৩৪ দশমিক ৮৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে।

সর্বশেষ খবর