মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শ্রমবাজারের সক্ষমতা নিয়ে ঢাকায় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য দক্ষতা ও সক্ষমতা নিয়ে ঢাকায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এবং কলম্বো প্লান স্টাফ কলেজ, ম্যানিলার যৌথ উদ্যোগে সম্মেলনটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন ও আইডিবি মিলনায়তনে অনুষ্ঠেয় সম্মেলনে ১৬টি দেশের প্রতিনিধি ছাড়াও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও দেশি বিদেশি গবেষকরা যোগ দেবেন।

আইডিইবি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের এবং বিশ্ব কর্মব্যবস্থায় চলমান ও আগামীর দক্ষতা ঘাটতি মোকাবিলায় সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে এই সম্মেলনে।

সর্বশেষ খবর